![]() প্রতিষ্ঠানের পরিবেশ
সম্মানিত অভিভাকবৃন্দ ও শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, ‘মহানগর আইডিয়াল
কলেজ’বৃহত্তর মুগদার সবচেয়ে খোলামেলা স্বাস্থ্যসম্মত পরিবেশে অবস্থিত। শিক্ষা ভবনে যেসব বিষয় নিশ্চিত করা হয়েছে তা হলো :
১. রাজনীতি ও ধূমপান মুক্ত পরিবেশ
২. নিজ নিজ ধর্ম চর্চার স্বাচ্ছন্দ্য পরিবেশ
৩. আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ
৪. ছাত্র-ছাত্রীদের পৃথক ক্লাসের ব্যবস্থা
৫. অভিভাবকদের আপ্যায়ন কক্ষ
৬. উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং ওযুখানা
৭. মনোরম ও নিরিবিলি প্রার্থনা কক্ষ
৮. সার্বক্ষণিক জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা
৯. সি সি ক্যামেরা স্থাপন (প্রক্রিয়াধীন)
১০. পুরো ভবন এসিকরণ (প্রক্রিয়াধীন)
১১. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাকরণ।
|