![]() ভর্তির যোগ্যতা
বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫০, ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ৩.০০ এবং মানবিক শাখায় জিপিএ ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তির উপযোগী হিসেবে বিবেচিত হবে।
বি. দ্র : পাঠে বিরতি (অনিয়মিত) ও বিবাহিত শিক্ষার্থী কোনক্রমেই ভর্তি করা হবে না।
ভর্তি সংক্রান্ত নিয়মাবলি
ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে এসে কলেজ কর্তৃক ফ্রি অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। ভর্তির সময় নি¤œলিখিত প্রমাণ পত্রাদি দাখিল করতে হবে।
১. এসএসসি/ সমমানের পরীক্ষা পাশের ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি (২ কপি) ও মূল কপি।
২. সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রশংসা পত্র।
৩. সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪. এসএসসি/ সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র।
ভর্তি সংক্রান্ত ফিসাদির বিবরণ
ভর্তির সময় এককালীন প্রদেয় ফি : ভর্তির সময় প্রত্যেক বিভাগের (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক) জন্য এককালীন ভর্তি ৪,০০০/- + সেশন ৪,০০০/- = ৮,০০০/- (আট হাজার) এবং মাসিক বেতন ৮০০/- (আটশত) টাকা প্রদান করতে হবে। যাদের জন্য ব্যবহারিক শিক্ষা প্রযোজ্য তাদের নিম্নলিখিত তালিকা অনুসারে এককালীন প্রদেয় মূল টাকার সাথে বিষয়ানুসারে অতিরিক্ত ব্যবহারিক ফি জমা দিতে হবে।
অন্যান্য ফিসাদির বিবরণ:
পর্ব পরীক্ষার ফি ৬০০/- পদার্থ বিজ্ঞান (ব্যবহারিক) ৫০০/-
আইসিটি (ব্যবহারিক) ৫০০/- জীব বিজ্ঞান (ব্যবহারিক) ৫০০/-
রসায়ন বিজ্ঞান (ব্যবহারিক) ৫০০/- গণিত (ব্যবহারিক) ৫০০/-
শিফট
এ কলেজে দুটো শিফটে
ক্লাস
অনুষ্ঠিত হয়। ১. প্রভাতী ২. দিবা
ক্লাসের সময়সূচি: ছাত্রী: সকাল ৭.৪০ - ১২.০০ ঘটিকা; ছাত্র: দুপুর ১২.৪০ - ৫.০০ ঘটিকা
বি. দ্র. ঋতু পরিবর্তন, মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা চলাকালীন সময় ক্লাসের সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে। ব্যবহারিক ক্লাসের সময়সূচি নোটিশ বোর্ড থেকে জেনে নিতে হবে। কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনে শিফ্ট এর সময়সূচি পরিবর্তন করতে পারবেন।
কলেজ ড্রেস
ছাত্র:
শার্ট : সাদা ফুল শার্ট
গ্রীষ্মকালীন : সাদা ফুল শার্ট / হাফ শার্ট
প্যান্ট : কালো প্যান্ট
বেল্ট : কালো বেল্ট
জুতা : ব্ল্যাক সু
মোজা : পাতলা সাদা মোজা
শীতকালীন পোশাক: নেভি ব্লু রঙের হাফ সোয়েটার
বি. দ্র: মনোগ্রাম শার্টের দুই কাঁধে বেল্টের
মাধ্যমে
ও পকেটের মাঝ বরাবর লাগাতে হবে।
ছাত্রী:
কামিজ : সাদা (হাঁটুর ৪ ইঞ্চি নিচ পর্যন্ত)
এ্যাপ্রোণ : সাদা
ওড়না : ৭ ফুট x ৩ ফুট মাপের সাদা ওড়না
পাজামা : সাদা
জুতা : সাদা কাপড়ের হার্ডসোল বাটা জুতা
মোজা : পাতলা সাদা মোজা
শীতকালীন পোশাক: নেভি ব্লু ফুল হাতা কার্ডিগান
বি. দ্র: মনোগ্রাম এ্যাপ্রোণের দুই কাঁধে বেল্টের
মাধ্যমে
ও বাম পকেটের মাঝ বরাবর লাগাতে হবে।
পরীক্ষা পদ্ধতি
অভ্যন্তরীণ পরীক্ষার পদ্ধতি: অভ্যন্তরীণ সকল (CT, MT, পর্ব) পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। যদি কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তবুও তাকে Sick Bed–এ পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানকে সহজতর করার লক্ষ্যে সম্পূর্ণ শিক্ষা বছরকে তিনটি পর্বে বিন্যস্ত করা হয়েছে।
প্রথম বর্ষে তিনটি পর্ব দ্বিতীয় বর্ষে দুটি পর্ব:
প্রথম পর্ব : জুলাই - অক্টোবর
চতুর্থ পর্ব: জুলাই-সেপ্টেম্বর (প্রাক-নির্বাচনী)
দ্বিতীয় পর্ব : নভেম্বর - জানুয়ারি পঞ্চম পর্ব: সেপ্টেম্বর-ডিসেম্বর (নির্বাচনী)
তৃতীয় পর্ব : ফেব্রুয়ারি - এপ্রিল
উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবিষয়সমূহ:
আবশ্যিক বিষয়সমূহ : বাংলা, ইংরেজি, আইসিটি।
বিজ্ঞান বিভাগ : পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, জীব বিজ্ঞান
ব্যবসায় শিক্ষা বিভাগ : হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন।
মানবিক বিভাগ
: অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, ইসলাম শিক্ষা
|